সুপ্রভাত বগুড়া (নেওয়াজ মাহমুদ নাহিদ, নাটোর প্রতিনিধি): “গাছ লাগান পরিবেশ বাাঁচান” এই স্লোগানে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের লালপুরের কদিমচিলান শাখার পক্ষ থেকে গাছের চারা রোপন ও চারা বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ই ডিসেম্বর) বিকেলে কদিমচিলান উচ্চ বিদ্যালয় মাঠে এই চারা বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কদিমচিলান শাখার ম্যানেজার মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ করেন নাটোর-১ লালপুর বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
চারা বিতরণী অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন জননেত্রী শেখ হাসিনার আহ্বানে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সবাইকে গাছের চারা রোপণ করতে উদ্ধৃত করেন ।