মুজিব শতবর্ষ উপলক্ষে বগুড়ায় মহিলা আ’লীগ নেত্রী স্বপনা’র বৃক্ষরোপন

241
শনিবার বিকালে শহরের সুলতানগঞ্জ পাড়া ঈদগাহ মাঠে নিজস্ব উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোছা: স্বপনা চৌধুরী।ছবি-মামুন

সুপ্রভাত বগুড়া (মামুনুর রশিদ): বঙ্গবন্ধু কন্য মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরতœ শেখ হাসিনার নির্দেশনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুজিব শতবর্ষ উপলক্ষে সারা দেশে বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়েছে। এরই ধারাবাহিতায় গতকাল শনিবার বিকালে বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়া ঈদগাহ মাঠে নিজস্ব উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোছা: স্বপনা চৌধুরী।

বৃক্ষরোপনকালে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে বৃক্ষরোপন করা হচ্ছে। আমরা সবাই নিজ নিজ বাড়ির উঠানে ৩টি গাছ রোপন করবো। তিনি আরো বলেন, সৃষ্টির বুকে প্রাণিকুলের বেঁচে থাকার পেছনে বৃক্ষের রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ন ভূমিকা। বৃক্ষ মূলত পরিবেশ, আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য বজায় রাখে। এক কথায় প্রকৃতির অমূল্য প্রধান সম্পদ হচ্ছে বৃক্ষ।

পৃথিবীকে বসবাসের উপযোগী করতে ও প্রাকৃতিক বিপর্যয়ের করাল গ্রাস থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপনের কোন বিকল্প নেই। এসময় তিনি সবাইকে মরণঘাতি করোনা ভাইরাস মোকাবেলায় সতর্ক থাকার আহব্বান জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুব হোসেন, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় স্পেশাল কমিটির সাধারন সম্পাদক আনিছুর রহমান, সদর থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফরোজা হক,

জেলা ছাত্রলীগ নেতা হুজাইফা, মাসুম বিল্লাহ, ২নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা সুলতানা কনিকা, ৪নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি লাকি আক্তার, জুয়েল, আদর ও শ্যামল সহ প্রমূখ।