মৃত মাকে জাগাতে চাওয়া সেই অনাথ শিশুর দায়িত্ব নিলেন কিং খান শাহরুখ

283
মৃত মাকে জাগাতে চাওয়া সেই শিশুর দায়িত্ব নিলেন কিং খান শাহরুখ। ছবি-সংগৃহীত

সুপ্রভাত বগুড়া (বিনোদন): করোনার জেরে একাধিক করুণ পরিস্থিতি ভারত দেখেছে এই কয়েকদিনে। পরিযায়ী শ্রমিকদের ঘিরে একের পর এক করুণ দৃশ্য প্রকাশ্যে এসেছে।

সেরকমই একটি দৃশ্য ছিল বিহারের। বিহারের মুজফ্ফরনগরে রেলস্টেশনে মৃত মায়ের দেহের পাশে এক ছোট্ট শিশুকে ঘোরাফেরা করতে দেখা যায়।

এক ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় সেই শিশু তার মৃত মাকে ওঠাতে চাইছে। কিন্তু শিশুর সারল্য বোঝেনি যে , তা আর কোনও দিনই সম্ভব নয়।

এই ছোট্ট ছেলেটির পাশে এবার দাঁড়ানোর অঙ্গীকার নিলেন শাহরুখ খান। শাহরুখ জানিয়েছেন, ‘আমি জানি এর (এমন ঘটনার) কষ্ট কী…আমাদের সমর্থন আর ভালোবাসা তোমার সঙ্গে রয়েছে।

‘অভিভাবকদের হারানো কী জিনিস সেই কষ্ট তিনি অনুধাবন করেছেন বলে জানান শাহরুখ।

উল্লেখ্য, টুইটারে সেই করুণ ভিডিও পোস্ট করে তিনি জানান যে, এই ছোট্ট শিশুকে তিনি যাবতীয় সমর্থন দিতে চান।