ময়মনসিংহের নান্দাইল উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কে চামটা নামক স্থানে সোমবার (১৭ই জানুয়ারি) রাত ৮.২০ মিনিটের সময় টি-টুয়েন্টি ট্রাক্টর নিয়ন্ত্রন হারিয়ে পুকুরে পড়ে গেলে গাড়ীর নিচে চাপা পড়ে দুইজন ঘটনাস্থলে মৃত্যুবরণ করে।
জানা গেছে, দুই চাচাতো ভাই আতকাপাড়া গ্রামের আব্দুস সাত্তারের পুত্র রাফাদ (২২) ও তাহের উদ্দিনের পুত্র মোস্তফা (৩২) ট্রাক্টর নিয়ে বাড়িতে যাবার পথে নিয়ন্ত্রন হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে পুকুরে ট্রাক্টরের নিচে চাপা পড়ে তাদের মৃত্যু ঘটে।
নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাসুদ খান ও নান্দাইল হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মামুনুর রশীদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ রিপোর্ট পাঠানো পর্যন্ত পুলিশ ঘটনা স্থলে অবস্থান করছে। নিহতদের লাশ নান্দাইল হাসপাতালের জরুরী বিভাগে রয়েছে।