দেশে করোনা সনাক্তকরণ অ্যাপের শুভ উদ্বোধন, আক্রান্ত রোগী শনাক্ত করা যাবে মাত্র ১ মিনিটেই !

332
দেশে করোনা সনাক্তকরণ অ্যাপের শুভ উদ্বোধন, আক্রান্ত রোগী শনাক্ত করা যাবে মাত্র ১ মিনিটেই ! প্রতিকী-ছবি

সুপ্রভাত বগুড়া ডেস্ক: আপনার পাশে থাকা কেউ করোনায় আক্রান্ত কিনা তা জানতে পারবেন মাত্র ১ থেকে ১৫ মিনিটের মধ্যে। এমন একটি মোবাইল অ্যাপ তৈরি হয়েছে দেশে। যা আপাতত চলছে পরীক্ষামূলকভাবে।

আজ এর উদ্বোধন করেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। করোনার সংক্রমন ঠেকাতে প্রযুক্তির অন্যতম উপায় অ্যাপের মাধ্যমে কনট্যাক্ট ট্রেসিং বা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা বিষয়ক তথ্যপ্রাপ্তি।

মূলত ঘনবসতিপূর্ন দেশগুলোতে এই ধরণের অ্যাপ বেশ কার্যকর ভূমিকা রাখছে। কোভিড ফাইন্ডার নামে দেশেও তৈরি হয়েছে এমন একটি অ্যাপ। ভিডিও কনফারেন্সে এর উদ্ধোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ খান পলক।

জানান, এটি পরীক্ষামূলকভাবে শুরু করা হয়েছে যা খুব সহজেই মোবাইল নম্বর ব্যবহার করে যে কেও এর সুবিধা নিতে পারবেন।

আইইডিসিআর পরিচালক জানান, কোন সংক্রমিত ব্যক্তি কারও ১ মিটার দূরে ১৫ মিনিট অবস্থান করলে এই অ্যাপসের মাধ্যমে সিগন্যাল পাওয়া যাবে যদি দুজনের মোবাইল এই অ্যাপের আওতায় থাকে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এই অ্যাপ অনেক গুরুত্বপূর্ণ সবার জন্য। ইন্টারনেট সুবিধা ছাড়াও এটি ব্যবহারের কাজ চলছে।

যে কোন ব্যক্তি সহজে এ অ্যাপটি ব্যবহারের ক্ষেত্রে মোবাইলের ব্লুটুথ চালু রাখতে হবে থাকতে হবে ইন্টারনেটও।