রাজধানীর আদাবরে ৪ মাসের শিশুকে ব্লেড দিয়ে গলা কেটে হত্যা !

205
রাজধানীর আদাবরে ৪ মাসের শিশুকে ব্লেড দিয়ে গলা কেটে হত্যা ! ছবি-সংগৃহীত

সুপ্রভাত বগুড়া ডেস্ক: রাজধানীতে আবার নৃশংসতার শিকার শিশু। আদাবরের এক বস্তিতে ৪ মাসের শিশু সাদিয়াকে ব্লেড দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। স্বজনদের অভিযোগ, শত্রুতার জেরে প্রতিবেশী কেউ হত্যা করেছে নিষ্পাপ শিশুটিকে।

তবে ঘটনার আসল কারণ জানতে, তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষার কথা বলছে পুলিশ। শুক্রবার দুপুরে মুর্শিদা বেগম যখন ব্যস্ত সংসারের দৈনন্দিন কাজে আদাবরের বস্তির ঘরে ঘুমিয়ে ছিলো তার ৪ মাসের কন্যা শিশু সাদিয়া।

বেলা সাড়ে বারোটার পর রান্না ঘর থেকে ঘরে ঢুকে মুর্শেদা গলা কাটা অবস্থায় পান সাদিয়াকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুর্শেদা বেগমের কান্নার শব্দে ছুটে এসে জানতে পারেন হত্যাকাণ্ডের ঘটনা।

নিহত শিশুর দাদার অভিযোগ, শত্রুতার কারণে প্রতিবেশি কেউ ব্লেড দিয়ে শিশু সাদিয়ার গলা কেটে হত্যা করেছে।

তবে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ তদন্ত শেষে জানা যাবে বলছে আদাবর থানার ওসি কাজী শহিদুজ্জামান। পরে ময়না তদন্তের জন্য শিশু সাদিয়ার মরদেহ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।