সুপ্রভাত বগুড়া (এমদাদ খান রামগড় খাগড়াছড়ি প্রতিনিধি): খাগড়াছড়ির রামগড়ে করোনায় রোজগারহীন দরিদ্র কৃষক শ্রমিকদের মাঝে নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দ হতে দরিদ্রদের মাঝে জিআর নগদ অর্থ বিতরণ করা হয়। ২৬ জুন রামগড় উপজেলা পরিষদ প্রাঙ্গনে সামাজিক দূরত্ব বজায় রেখে নগদ অর্থ বিতরণ করা হয়।
মোট ৮৩ জন দরিদ্র কৃষক ও শ্রমিককে জনপ্রতি ১০০০ টাকা হারে নগদ অর্থ সহায়তা দেয়া হয়। রামগড় উপজেলা নির্বাহি অফিসার আ.ন.ম বদরুদ্দোজা কৃষক-শ্রমিকদের মাঝে এ অর্থ বিতরণ করেন।
এ সময় অন্যান্যনের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আহমেদ, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ কামাল, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।