রুপসী নওগাঁর ঈদ পূর্ণমিলনী,ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

398
রুপসী নওগাঁর ঈদ পূর্ণমিলনী,ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ছবি-আবু হেনা

সুপ্রভাত বগুড়া (আবুহেনা (আত্রাই) নওগাঁ: নওগাঁর স্থানীয় সেচ্ছাসেবী সামাজিক সংগঠন রুপসী নওগাঁর আয়োজনে ঈদ পূর্ণমিলনী, ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (০৩ জুন) দুপুরে আত্রাই উপজেলার বান্দাইখাড়াতে রূপসী নওগাঁর শাখা অফিস সংলগ্ন মাঠে এই ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে দুই গ্রুপের ভেতর গ্রাম বাংলার জনপ্রিয় হাড়ি ভাঙ্গা এবং ছোটদের মোরগ লড়াই খেলাধুলা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

রুপসী নওগাঁর পরিচালক মোঃ খালেদ বিন ফিরোজের সভাপতিত্বে পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন আব্দুস সোবহান, সাজু রহমান সুজন, জাহিদ হাসান সাদ্দাম, তৌফিকা বৃষ্টি,

জহুরুল জনি, আহসান হাবিব মহন, আব্দুল মমিন, মোনায়েম, ফিরোজ মাহমুদ, মেহেদী হাসান, ফারুক হোসাইন, রবিউল ইসলাম, ফারাবি শুভ, মাসুম প্রমুখ।

উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ কায়েস সরদার। এই বিষয়ে রূপসী নওগাঁর পরিচালক মোঃ খালেদ বিন ফিরোজ জানায়, রূপসী নওগাঁ প্রতি ঈদে এমন বিনোদনের আয়োজন করে থাকছে,

এইবার দেশের পরিস্থিতি করোনা ভাইরাসের কারণে ভয়াবহ হওয়ার জন্য তেমন ভালভাবে কিছু করা যায় নাই ।