রুশ যুদ্ধবিমানের মুখোমুখি হয়ে মার্কিন ড্রোন বিধ্বস্ত

42
রুশ যুদ্ধবিমানের মুখোমুখি হয়ে মার্কিন ড্রোন বিধ্বস্ত

কৃষ্ণসাগরে রুশ যুদ্ধবিমানের মুখোমুখি হবার পর একটি মার্কিন গুপ্তচর ড্রোন বিধ্বস্ত হয়েছে। এ ঘটনাকে বেপরোয়া আখ্যা দিয়ে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে ওয়াশিংটন। মঙ্গলবার মার্কিন ড্রোনটি আন্তর্জাতিক আকাশসীমায় একটি রুটিন পর্যবেক্ষণ মিশনে থাকা অবস্থায়, রাশিয়ার দুটি এসইউ-টুয়েন্টি সেভেন যুদ্ধবিমান এটিকে আটকানোর চেষ্টা করে।

এ সময় ড্রোনটির ওপর তেল ছড়িয়ে দেয়ার চেষ্টা করে রুশ বিমান। এরপর ড্রোনটি বিধ্বস্ত হয়। এমন আচরণকে উসকানিমূলক আখ্যা দিয়েছে ওয়াশিংটন। বিষয়টি নিয়ে আজ কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এদিকে, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, রুশ যুদ্ধবিমানের মুখোমুখি হবার পর মার্কিন এমকিউ-নাইন রিপার ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে বিধ্বস্ত হয়েছে। ইউক্রেন ইস্যুতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ড্রোন বিধ্বস্তের ঘটনায় এই সংকট ভয়াবহ রূপ নিতে পারে,শঙ্কা বিশ্লেষকদের।