সুপ্রভাত বগুড়া (সজল আলী রুহিয়া থানা প্রতিনিধি): ঠাকুরগাঁও জেলা রুহিয়া থানাধীন রামনাথ হাটের মসজিদের পাশে এক তরুণ এর মরিচ পুলের বাম্পার সফলতা অর্জন করে বলে আসা বদি তরুণ কৃষক শাহজামাল (বাবু) (২৮)।তিনি জানান, গতবারের চেয়ে অনেক ভালো মরিচের পুুুলের ফলন হয়েছে।
জানা যায় ১ বিঘা জমিতে প্রায় ৫০,০০০ হাজার টাকা খরচ হয়েছে তিনি আশা করছেন সবকিছু ঠিক থাকলে এবং ভালোভাবে ফসল ঘরে তুলতে পারলে প্রায় ১,০০,০০০ টাকা পরিমাণ লাভবান হবে। তিনি আরও বলেন, আগামী বছরে আরো বেশি ফসল উৎপাদনে আশা রয়েছে তার।
এই সম্পর্কে কাচামাল ব্যবসায়ী এনামুল হক বলেন, এই মরিচের পুল থেকে ভাালো ফসল উৎপাদন করতে পারবো,বিশিষ্ট কৃষক দবিরুুল ইসলাম বলেন গতবার আমি উনার কাছ থেকে মরিচের পুল নিয়ে লাভোবান হয়েছি আশাকরি এবারও লাভোবান হবো।