সুপ্রভাত বগুড়া (আবু সাঈদ হেলাল): রেডজোন কার্যক্রমের আওতায় বগুড়ায় এলাকাভিত্তিক লকডাউন শুরু হয়েছে আজ রবিবার বিকেল ৪টা থেকে।
জানা গেছে, বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে গণ বিজ্ঞপ্তির মাধ্যমে বগুড়ার পৌরসভার আওতাধীন ৯টি এলাকার রেড জোন কার্যকর শুরু হচ্ছে।
বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ স্বাক্ষরিত এক গনবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। সংক্রমণের ব্যপকতার উপর নির্ভর করে রেডজোন এলাকা পরিবর্তিত হবে।
বর্তমানে বগুড়ায় রেড জোনের আওতায় এলাকা গুলো হলো : শহরের নাটাইপাড়া, চেলোপাড়া, নারুলী, জলেস্বরিতলা, সূত্রাপুর, মালতিনগর, হরিপাড়া, ঠনঠনিয়া এবং কলোনি।
গনবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব এলাকার সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শুধু মাত্র ইন্টারনেট সেবা, ওষুধ সেবা এবং মোবাইল ব্যাংকিং সেবা চালু থাকবে।