সুপ্রভাত বগুড়া (জীবন-জীবীকা): স্টেশনের সীমার মধ্যে অবস্থিত অব্যবহৃত জমিতে শাক-সবজি চাষে জরুরি নোটিশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগ।
বৃহস্পতিবার (০৭ মে) ঢাকা বিভাগের ব্যবস্থাপক (ডিআরএম) সালাহ উদ্দীনের আদেশে বিভাগের বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসী স্বাক্ষরিত এক জরুরি নোটিশে বিষয়টি জানা যায়।

নোটিশে বলা হয়, ডিআরএম ঢাকা কন্ট্রোলের আদেশ মোতাবেক প্রত্যেক স্টেশনের সীমার মধ্যে অব্যবহৃত জায়গায় শাক-সবজি চাষ করতে বলা হয়েছে।
প্রত্যেক স্টেশনের ইনচার্জ নিজ নিজ আওতাধীন পরিত্যক্ত জমিতে শাক-সবজি চাষ করবেন।
উল্লেখ, করোনার কারণে গত ২৫ মার্চ সন্ধ্যা থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে মালবাহী ট্রেন চালু ছিল।