সুপ্রভাত বগুড়া (খাজা রতন): আজ ১২ মে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার সময় চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে মোঃ জাহিদুল ইসলাম, পুলিশ সুপার চুয়াডাঙ্গা মহোদয়ের নির্দেশে করোনা ভাইরাসে আক্রান্ত লকডাউন এলাকায় অর্থাৎ হাজরাহাটি গ্রামে ধান কাটার শ্রমিক না পাওয়ায় গরিব চাষী জহিরুল ইসলাম এর ১০ কাঠা জমির ধান কেটে কৃষকের সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ।
চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক এর নেতৃত্বে এই ধান কাঁটার কাজে অংশ গ্রহণ করেন চুয়াডাঙ্গা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার( সদর) জনাব কনক কুমার দাস, চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান সহ পুলিশের চৌকস একটি টিম।