রোজিনা হত্যা : স্বামী-সতীনের দায় স্বীকার

233
রোজিনা হত্যা : স্বামী-সতীনের দায় স্বীকার। ছবি-এম রাসেল

সুপ্রভাত বগুড়া (এম রাসেল আহমেদ, জয়পুরহাট): জয়পুরহাটের আক্কেলপুরে ২য় স্ত্রী রোজিনা আক্তার হত্যার দায় স্বীকার করেছেন ঘাতক স্বামী ও সতীন। এছাড়াও হত্যায় ব্যবহৃত রক্ত মাখা ছুরি ও মোবাইল ফোন বের করে দিয়েছেন পুলিশের হাতে।

ময়না তদন্তের জন্য রোববার সকালে নিহতের মরদেহ মর্গে পাঠায় পুলিশ। সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে ঘাতক স্বামী মেহেদী হাসান ও সতীন নূরজাহান আকতার ওরফে আঙ্গুর মিলে রোজিনা আখতারকে পূর্ব হিংসায় মুঠো ফোনে গুডুম্বা পিতার বাড়ি থেকে বের করে উপজেলার গোপীনাথপুর ইউপির হরিসাড়া গ্রামের নিজ বাড়িতে নিয়ে ছুরিকাঘাত করে হত্যা করেন ২য় স্ত্রী রোজিনাকে।

হত্যার পর মরদেহ পুনরায় ফেলে রেখে আসেন রোজিনার পিতার বাড়ি পাশে।  
শরিবার সকালে উপজেলার রায়কালী ইউপির গুডুম্বা পূর্বপাড়া থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান ময়না তদন্তের জন্য।

শনিবার সকালেই আটক করেন ঘাতক স্বামী মেহেদী হাসানকে। পুলিশের কাছে মেহেদী হাসানের দেয়া তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে পুলিশ নিহতের সতীন নুরজাহান আকতার ওরফে আঙ্গুর (২৯) কেও আটক করে তাদের দেওয়া তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত রক্ত মাখা ছুরি ও মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু ওবায়েদ বলেন, তারা রোজিনা হত্যার দায় স্বীকার করেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে এবং রোববার সকালে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।