রোটারেক্ট ক্লাব অব বগুড়া নিউ টাউনের-২০২০-২১ কমিটি ঘোষণা

রোটারেক্ট ক্লাব অব বগুড়া নিউ টাউনের-২০২০-২১ কমিটি ঘোষণা। ছবি-আবু সাঈদ

সুপ্রভাত বগুড়া (আবু সাঈদ): রোটারেক্ট ক্লাব অব বগুড়া নিউ টাউনের-২০২০/২১ এর প্রেসিডেন্ট রোটারেক্টের মোঃ আবু বক্কর সিদ্দিক ও সেক্রেটারী রোটারেক্টর মোঃ ওমর সিদ্দিক কে কমিটি করে ১৯ সদস্য বিশিষ্ট বোর্ড অব ডাইরেক্টর ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্য হলেন যারা পাস্ট প্রেসিডেন্ট রোটাঃ মোঃ নাজমুল হুদা, পাস্ট প্রেসিডেন্ট রোটাঃ শহিদুল ইসলাম জাহিদ, ভাইস প্রেসিডেন্ট-১ রোটাঃ মোঃ আজিজুল হক রানা, ভাইস প্রেসিডেন্ট-২ রোটাঃ মোঃ তাইজুল ইসলাম সুমন,

ভাইস প্রেসিডেন্ট-৩ রোটাঃ মোস্তাফিজুর রহমান, জয়েন্ট সেক্রেটারী রোটাঃ মোঃ সাকিব হাসান, রোটারেক্ট অ্যামবাসিডার রোটাঃ মোঃ মির্জা শাহ রেজা(পিপি), ট্রেজারার রোটঃ মোঃ শিবলু হোসাইন, ফিন্যান্স সার্ভিস ডাইরেক্টর রোটাঃ মোঃ ইব্রাহিম হোসাইন, ক্লাস সার্ভিস ডাইরেক্টর রোটাঃ মোঃ বিপুল ইসলাম, ইন্টারন্যাশনাল সার্ভিস ডাইরেক্টর রোটাঃ এ.কে.এম আলিমুজ্জামান রিফাত, প্রফেশনাল সার্ভিস ডাইরেক্টর রোটাঃ মোঃ গুলজার রহমান,

কমিউনিটি সার্ভিস ডাইরেক্টর রোটাঃ মোঃ রেজাউন হাসান কাইয়ুম, এডিটর রোটাঃ মোঃ আইনুর ইসলাম (পিপি), কো- এডিটর রোটাঃ মোঃ আশরাফি আলভী বৃষ্টি, সার্জেন্ট এ্যান্ড আমর্স রোটাঃ আব্দুল্লাহ আল-নোমান, কো- সার্জেন্ট এ্যান্ড আর্মস রোটাঃ মোঃ আলিফ রহমান বিজয় উল্লেখ্য রোটারীয়ান নাবিউল ইসলাম নয়ন কে রোটারেক্ট কমিটি চেয়ারম্যান ঘোষণা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here