বগুড়া’র শাজাহানপুরে নারীর গোসলে যুবকের উকিঝুকি, প্রতিবাদে মারপিট !

বগুড়া'র শাজাহানপুরে নারীর গোসলে যুবকের উকিঝুকি, প্রতিবাদে মারপিট ! ‌প্রতিকী-ছবি

সুপ্রভাত বগুড়া (আবদুল ওহাব বগুড়া প্রতিনিধি): বগুড়ার শাজাহানপুরে এক নারী গোসল করার সময় পাশের বাড়ির যুবকের উকিঝুকি এবং পরে তা নিয়ে যৌন হয়রানির প্রতিবাদ করায় মারপিট করার অভিযোগ উঠেছে।

আহতরা উপজেলা স্বাস্থ্য কমেেপ্লক্সে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার ১৩ জুন ওই নারী থানায় অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী নারীর অভিযোগ, প্রায়ই গোসল করার সময় প্রতিবেশী হৃদয় নামের এক যুবক গোসল খানার টিনের বেড়া ফুটো করে তার গোসল করা দেখে। এনিয়ে পরে তাকে উত্ত্যক্ত করে। এসব নিষেধ করার পরও তা শুনতোনা।

এরই ধারাবাহিকতায় আজ দুপুরে গোসলের সময় আবারো এমন আচরণ করলে গোসল শেষে হৃদয়কে এ বিষয়ে বলতে গেলে হৃদয় সহ তার পরিবারের লোকজন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

একপর্যায়ে তাকে মারধর করে। এ সময় তার স্বামী এগিয়ে এলে তাকেও বেধড়ক মারপিট করে গুরুতর আহত করা হয়।

শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দীন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত সাাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here