সুপ্রভাত বগুড়া (খাজা রতন): বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নে তিনশত শিশু ও বয়স্কদের বিস্কুট সামগ্রী বিতরণ করা হয়েছে।
মানবিক বাংলাদেশ সামাজিক সংগঠন সোনাতলা শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে তিন শতাধীক শিশু ও বয়স্কদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
জননেতা আদম তমিজী হক ও কেন্দ্রীয় কমিটির নির্দেশে মানবিক বাংলাদেশ সোনাতলা উপজেলা শাখার আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত খাদ্য সামগ্রী বিতরণের করা হচ্ছে।
এসময়ে উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা কমিটির আহব্বায়ক সাকিরুল ইসলাম সহ উপজেলা ও স্থানীয় ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।