সুপ্র্রভাত বগুড়া (পারভেজ সাদ্দাম): উত্তরবঙ্গের করোনা’র হটস্পট এখন বগুড়া। গত কয়েকদিন যাাবত উল্ল্যেখযোগ্য হারে বেড়েছে বগুড়ায় করোনা সংক্রমণ। এরই মধ্যে এগার শত ছাড়িয়েছে জেলায় আক্রান্তের সংখ্যা।
আজ ১২-০৬-২০২০, শৃক্রবার বগুড়ায় নতুন করে ৫১ জন করোনা শনাক্ত হয়েছেন। যার মধ্যে পুরুষ- ৩৩ জন,মহিলা- ১৩জন ও শিশু- ৫ জন।
এদের মধ্যে সদরের- ২৯জন, শিবগঞ্জে ৭, গাবতলী- ১০, দুপচাচিয়া – ৪ এবং আদমদীঘি একজন।
সদরের উল্লেখ্যযোগ্য এলাকা- জহুরুলনগর, চেলোপাড়া ও বারোপুর।৬ শজিমেকের ১৮৮ ফলাফলে বগুড়ার ( ৩৪ জন পজিটিভ) ও টিএমএসএস ৮৬ ফলাফলে বগুড়ায়( ১৭জন পজিটিভ)।
★ এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত- ১১৮৬, মোট সুস্থ-৮৬, মোট মৃত্যু- ১১, এখন আছে- ১০৮৯।
সূত্র- ডা. মোস্তাফিজুর রহমান, ডেপুটি সিভিল সার্জন, বগুড়া।