সুপ্রভাত বগুড়া (এম রাসেল আহমেদ জয়পুরহাট): মাদক বিরোধী অভিযানে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত ঘেঁষা চেঁচড়া (ত্রিপুরা) এলাকা থেকে ২১ প্যাকেট বিদেশী মদসহ শরিফুল ইসলাম (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫ জয়পুরহাট।
রবিবার দুপুরের দিকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক কারবারি উপজেলার আটাপাড়া গ্রামের মৃত মইনুদ্দিনের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল কোম্পানী কোমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম,এম,মোহাইমেনুর রশিদ (পিপিএম-সেবা) এর নেতৃত্বে উপজেলার চেঁচড়া (ত্রিপুরা) এলাকা থেকে বিদেশী মদসহ তাকে গ্রেফতার করে।