সুপ্রভাত বগুড়া (দৌলত): র্যাব-১২ কর্তৃক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে করোনা ভাইরাস চলাকালীন বিভিন্ন সময়ে অসহায় দুস্থ, কর্মহীন লোকদের মধ্যে ত্রান বিতরণ করে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৭ মে ২০২০ তারিখ সকাল ১১০০ ঘটিকায় র্যাব-১২ এর অধিনায়ক মহোদয় লেফটেন্যান্ট কর্ণেল মুহাম্মদ খায়রুল ইসলাম, পিএসসি এবং সিপিএসসি বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ রওশন আলী,
সহকারী পুলিশ সুপার, র্যাব-১২ বগুড়া ক্যাম্পের মাঠে আসন্ন ঈদকে সামনে রেখে অসহায় ও দুস্থ প্রতিবন্ধীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার নিমিত্তে ৫০ জন অসহায় দুস্থ প্রতিবন্ধীদের মধ্যে ঈদ উপহার বিতরণ করেন।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে র্যাব-১২ কর্তৃক এ ধরনের কার্যক্রম চলমান আছে ভবিষ্যতেও তা অব্যবহত থাকবে।