লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিশুদের বিনোদনের জন্য উপজেলা শিশু পার্কের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভা সংলগ্ন রায়পুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে বেলুন ও পায়রা উড়িয়ে পার্কের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।
আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন দাশ প্রমুখ।
জানা যায়, শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে দুই একর জমির ওপর ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত শিশু পার্কটিতে নানা খেলনার উপকরণ রয়েছে। এ ছাড়াও পার্কের দেয়ালে দৃষ্টিনন্দন নানা রকম চিত্র তুলে ধরা হয়েছে।