লঞ্চ ডুবির ঘটনায় উদ্ধার কালে ব্রীজের খুটি ভেঙ্গে যাওয়ায় যান চলাচল বন্ধ !

197
লঞ্চ ডুবির ঘটনায় উদ্ধার কালে ব্রীজের খুটি ভেঙ্গে দক্ষিণাঞ্চলের যান চলাচল বন্ধ ! ছবি-মুনজুরুল ইসলাম

দক্ষিণাঞ্চলের যাত্রী সহ সাধারণ মানুষ চরম বিপাকে !

সুপ্রভাত বগুড়া (মুনজুরুল ইসলাম): গতকাল সোমবার দুপুরের পর সদরঘাটে প্রায় অর্ধ শতাধিক যাত্রী নিয়ে লঞ্চ ডুবে যাওয়ার ঘটনায় ৩২জনের প্রাণহানীর ঘটনা ঘটে।

পরবর্তীতে লঞ্চ টি উদ্ধারে ফায়ার সার্ভিসের অন্য একটি লঞ্চের ধাক্কায় ব্রিজের খুঁটি সাথে প্রচন্ড আঘাত লেগে ব্রিজের বড় অংশ ফটল ধরে।

যার ফলে রাতেই ব্রিজের উপর দিয়ে সকল যান চলাচল বন্ধ করে দেয় সেতু কতৃপক্ষ। ফলে দক্ষিণ অঞ্চলের যাত্রী সহ সাধারণ মানুষ কে পড়তে হয় চরম বিপাকে।

আজ বিকেল সড়কে বিভাগের উর্ধতন কর্মকর্তারা সেতু টি পরিদর্শন করেন। তবে কবে নাগাদ যান চলাচলের জন্য সেতু টি খুলে দেওয়া হবে সে ব্যাপারে কর্মকর্তারা কিছুই বলতে পারেননি।