সুপ্রভাত বগুড়া (লালপুর,নাটোর প্রতিনিধি): নাটোরের লালপুরে ৮৫০গ্রাম গাঁজা সহ জাহাঙ্গীর (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫, সিপিসি ২, নাটোর ক্যাম্পের সদস্যরা।
মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর উপজেলার বেলগাছি গ্রামের মোকলেছুর রহমানের ছেলে।
মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় উপজেলার গোধড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল উপজেলার গোধড়া গ্রামে অভিযান চালিয়ে ৮৫০ গ্রাম গাঁজা সহ জাহাঙ্গীর কে হাতে-নাতে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোবাইল জব্দ করা হয়।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত মাদকদ্রব্য বিক্রয়ের জন্য সংরক্ষণ করেছিল বলে উপস্থিত জনসম্মুখে স্বীকার করে জাহাঙ্গীর।
এ ঘটনায় লালপুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে র্যাব।