সুপ্রভাত বগুড়া (লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুর লক্ষীপুর বালু ঘাট এলাকায় পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই জন কৃষক নিখোঁজ হয়েছে।
নিখোঁজরা হলেন উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের আতব্বরের ছেলে সেলিম ও ছইমুদ্দিনের ছেলে পুকিন।
জানা যায়, রোববার ২১ জুন বিকেলে পদ্মার চরের জমিতে চিনা বাদাম তুলে বাদাম বোঝায় নৌকা যোগে ফেরার পথে সেটি ডুবে যায়।
খবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট সন্ধায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।
লালপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুহুল আমিন ঘটনাস্থল থেকে জানান, আমরা ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু করেছি,
এছাড়াও এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজশাহী থেকে একটি ডুবরী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে জানা গেছে।