সুপ্রভাত বগুড়া (লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুরে মুজিব বর্ষ উপলক্ষে উপজেলার তিনটি সড়কে বিশেষ বৃক্ষ রোপন অভিযানের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিলশলিয়া-সালামপুর সড়কে মেহগনি গাছের চারা রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য আরিফুল ইসলাম উজ্জল।
এসময় এলাকার শতাধিক তরণরা উপস্থত ছিলেন। এর পর উপজেলার বিলশলিয়া-আড়বাব ও বিলশলিয়া- কচুয়া সড়কের দুই ধারে পাঁচ শতাধিক বণজ,ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।