সুপ্রভাত বগুড়া (আবদুল ওহাব শাজাহানপুরে (বগুড়া) প্রতিনিধি): বগুড়ার শাজাহানপুরে হত দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
শনিবার ২৩ মে উপজেলার বালয়াদীঘি মাঠে চোপিনগর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এই বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে এসব ঈদ সামগ্রী হত দরিদ্রদের হাতে তুলে দেন এবং করোনার এই দুর্যোগে সকলকে স্বাস্থ্য বিধি মেনে নিরাপদে থাকার পরামর্শ দেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ নেতা মাহফুজার রহমান বাবলু, যুবললীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক বাদশা আলমগীর, চোপিনগর ইউনিয়ন আওয়ামলীগের সভাপতি আবদুস সাত্তার, সাধারন সম্পাদক আবদুর রশিদ সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।