শাজাহানপুরে কলাবাগান কেটে প্রতিশোধ নিল দুর্বৃত্তরা !

220
শাজাহানপুরে কলাবাগান কেটে প্রতিশোধ নিল দুর্বৃত্তরা ! ছবি- ওহাব

সুপ্রভাত বগুড়া (আবদুল ওহাব, শাজাহানপুর বগুড়া প্রতিনিধি): বগুড়ার শাজাহানপুরে মানুষের ওপর ক্ষোভের প্রতিশোধ নিতে গিয়ে কলা বাগানের সব গাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। মানুষ হয়ে গাছের উপরে এমন অমানুষিক তান্ডব হতবাক করেছে এলাকার সবাইকে।

সোমবার ২৯ জুন রাতে উপজেলার আড়িয়া ইউনিয়নের কাটাবাড়িয়া গ্রামে কলাবাগান কেটে গাছের প্রতি এই অমানবিকতার পরিচয় দিয়েছে দুর্বৃত্তরা।

কাটাবাড়িয়া গ্রামের মৃত হাছেন আলীর ছেলে ক্ষতিগ্রস্থ কৃষক মোহসীন আলী (৬০) জানান, তার দুটি বাগানের প্রায় ১৬ শতক জমিতে কলাবাগান ছিল। বছর শেষে এ বাগান থেকে প্রায় এক লক্ষ টাকার মত কলা বিক্রি করতে পারবেন বলে আশা করছেন্।

সে লক্ষ্যে মনের আশায় দেখাশুনা ও পরিচর্যা করছেন। এমনি মুগুর্তে দুর্বৃত্তরা রাতের আধারে কলা বাগানের সব গাছ কেটে তার অপুরণীয় ক্ষতি সাধন করেছে। ফলে করোনার এ দুঃসময়ে জীবন আরও অসহায় হয়ে পড়লো।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়নি। তবে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী কৃষক মোহসীন আলী।