শাজাহানপুরে  শিক্ষার্থীদের নিয়ে বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

68
শাজাহানপুরে  শিক্ষার্থীদের নিয়ে বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

আবদুল ওহাব শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে পোয়ালগাছা মুসলিম উচ্চ বিদ্যালয়ে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির আজীবন দাতা সদস্য মোঃ মাসুদুর রহমান মন্টু এবং এশিয়ান টেলিভিশন ও জাতীয় দৈনিক যায়যায় দিন পত্রিকার বগুড়া শাজাহানপুর  প্রতিনিধি সাংবাদিক  মোঃ আবদুল ওহাব।

ৱমঙ্গলবার ২১ মার্চ এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়। স্কুল পরিচালনা কমিটির সার্বিক তত্বাবধানে এবং সহকারী প্রধান শিক্ষক আবু সাঈদ এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্র ছাত্রীরা মনোমুগ্ধকর ডিসপ্লে, নৃত্য, সংগীত ও নাটিকা পরিবেশন করে।
মনোমুগ্ধকর এ অনুষ্ঠানটি সকল শ্রেনীর ছাত্র ছাত্রী, অভিভাবক, সুশীল সমাজের লোকজন ও স্থানীয় লোকজন উপভোগ করে।