
সুপ্রভাত বগুড়া (আবদুল ওহাব শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু বগুড়া জেলা আওয়ামীলীগের কমিটিতে সদস্য পদ লাভ করায় উপজেলার দাড়িগাছা দারুস সালাম দাখিল মাদরাসার শিক্ষকগণের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়েছে।
সোমবার ১৪ ডিসেম্বর দুপুরে মাদরাসা সুপার মাওলানা আবদুর রাজ্জাক সকল শিক্ষকদের সাথে নিয়ে এই উষ্ণ ভালবাসার অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় দাড়িগাছা দারুস সালাম দাখিল মাদরাসার শিক্ষক মোঃ এনামুল হক ও মাওলানা মোঃ আবদুল লতিফ সহ সকল শিক্ষক শিক্ষিকা গণ উপস্থিত ছিলেন। পরে কিছুক্ষন তারা কুশলাদী বিনিময় করেন এবং উত্তোরত্তোর সফলতা কামনা করেন।