সুপ্রভাত বগুড়া (নিজেস্ব প্রতিবেদক, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ): গতকাল ০২/০৫/২০২০ ইং তারিখ শনিবার দুপুর ১টা ৩০মিনিটের সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সিংনগর বিওপি ক্যম্প সংলগ্ন পন্ডিত পাড়া হতে হতে মোঃ জিল্লুর রহমানের ছেলে মোঃ রুবেল আলি (২০) ৫ পিস ইয়াবা ট্যবলেট সহ একজনকে আটক করেছে।
মনাকষা বিজিবির একটি টহলদল এই সময় বিওপি কম্পানি কমান্ডার আব্দুল মজিদের নেতৃত্বে আরও ছিলেন, ল্যান্সনায়েক আশরাফুল ইসলাম, সিপাহী আলামিন, সিপাহী দিপেন্দ্রনাথ।
কম্পানি কমান্ডার আব্দুল মজিদের বলেন রুবেল একজন পেশাদার চোরাকারবারীর সদস্য এবং এই ধরনের অপরাধ তাদের কাছে সাধারন ব্যপার। পরে শিবগঞ্জ থানায় সে ব্যাপারে মামলার প্রস্তুতি চলছিল।