
সুপ্রভাত বগুড়া (অভিজিৎ বাপ্পি শিবগঞ্জ প্রতিনিধি): বগুড়ার শিবগঞ্জে গরীব অস্বচ্ছ ৭০০ পরিবারের মাঝে মুরগি বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে বিহার ইউনিয়ন সংসাদিঘী উপজেলা পরিষদের অর্থায়নে গরিব পরিবারের মাঝে মুরগি বিতরণ করেন প্রধান অতিথী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আকতার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, নকশাকার ( উপ- সহকারী প্রকৌশলী) আব্দুস সাত্তার, আমিন সার্ভেয়ার বনি, মাঃ নুর উদ্দিন প্রমূখ।