শিবগঞ্জে গাজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক !

200
শিবগঞ্জে গাজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক ! ছবি-বাপ্পী

সুপ্রভাত বগুড়া (অভিজিৎ বাপ্পী শিবগঞ্জ প্রতিনিধি): শিবগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ এস এম বদিউজ্জামান এর মাদকের বিরুদ্ধে ঘোষণা অনুযায়ী গতকাল ০৪.০৭.২০২০ তারিখ বিকাল ০৬.১৫ মিঃ এর সময় শিবগঞ্জ থানার এস আই মোঃ শহিদুল ইসলাম -১ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী (১) লালন স্বপন (৩০) পিং- মৃত আফজাল হেসেন, সাং- মহাস্থান পূর্বপাড়া, থানা – শিবগঞ্জকে ১০০ গ্রাম গাঁজা এবং সন্ধ্যা ০৭.২০ মিঃ এর সময়-

শিবগঞ্জ থানার এস আই মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় এএসআই মোঃ আফজাল হোসেন ও ফোর্সসহ অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী (১) মোসাঃ সুলতানা উম্মে কুলসুম (৩৮) স্বামী- মোঃ এমদাদুল, সাং- গড় মহাস্থান পাথরপাড়া, থানা- শিবগঞ্জকে ৫০০গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচাজ এস এম বদিউজ্জামান জানান : তাদের নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের সাথে যারাই জড়িত তাদের পর্যায়ক্রমে আটক অভিযান চলছে এবং মাদক নিমূল না করা পর্যন্ত এই অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হবে।