সুপ্রভাত বগুড়া (অভিজিৎ বাপ্পী শিবগঞ্জ প্রতিনিধি): বগুড়া শিবগঞ্জ পৌর সভার ২০২০-২১অর্থবছরে প্রস্তাবিত ৪৬ কোটি ৩২ লাখ ৯৫ হাজার টাকার বাজেট উন্মুক্ত করেন। এতে রাজস্ব আয় ৪৬কোটি ৩২ লাখ ৯৫ হাজার এবং সমপরিমাণ রাজস্ব ব্যয় দেখানো হয়েছে।
মেয়র মানিক উল্লেখ করেন, এবারের বাজেটে উন্নয়ন খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। করোনা প্রাদুর্ভাবের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠানে পৌর সচিব সঞ্চালনায় এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক।
এ সময় উপস্থিত ছিলেন এলাকার নাগরিক, সুধি সমাজের প্রতিনিধি, সাংবাদিক, কাউন্সিলররা, পৌর কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তি, পৌরসভার বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।