সংক্রমণ রোধে ঘরে বসেই ঈদের আনন্দ উপভোগের আহবান জানালেন মহামাণ্য রাষ্ট্রপতি

228

সুপ্রভাত বগুড়া (জাতীয়): করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সবাইকে যথাযথ ভাবে সামাজিক দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ।

রাষ্ট্রপতি বঙ্গভবনের দরবার হলে ঈদ উল ফিতরের জামাতে অংশ নেন। পরে দেশবাসীর উদ্দেশে শুভেচ্ছা বক্তব্যে রাষ্ট্রপতি এই দূর্যোগে বিত্তবানদের অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি করোনা সংক্রমণ রোধে ঘরে বসেই ঈদের আনন্দ উপভোগের আহবান জানান রাষ্ট্রপতি।

এছাড়া ঘুর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের সহায়তায় সরকারের খাদ্য ও নগদ সহায়তা কার্যক্রমকে তুলে ধরেন তিনি।