সরকারের সমন্বয়হীনতায় করোনার ভয়াবহতা বাড়ছে: মির্জা ফখরুল

সুপ্রভাত বগুড়া (জাতীয়): সরকারের সমন্বয়হীনতা ও অদূরদর্শী সিদ্ধান্তের কারণে দেশে করোনা পরিস্থিতির ভয়াবহতা বাড়ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে এক ভিডিও কনফারেন্সে এ কথা বলেন তিনি।

তিনি অভিযোগ করে বলেন, সরকার সময়মতো পদক্ষেপ না নেয়ায় প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ‘নো টেস্ট, নো করোনা’ পলিসি নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

Pop Ads

এদিকে ফখরুলের সমালোচনার জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সংকটকাল নিয়ে কোনো রাজনীতি করে না আওয়ামী লীগ। করোনা সংক্রমণ রোধ ও মানুষকে বাঁচানো এখন দলের একমাত্র রাজনীতি।

ওবায়দুল কাদের বলেন, নেতিবাচক ও অন্ধ সমালোচনা নির্ভর রাজনীতির জন্য বিএনপির পিঠ দেয়ালে ঠেকে গেছে। বিএনপির এখন আর কোনো রাজনীতি নেই, অসহায় মানুষ থেকে তাদের অবস্থান এখন যোজন যোজন দূরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here