সরকার দেশের উন্নয়ন অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

172
সরকার দেশের উন্নয়ন অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

সুপ্রভাত বগুড়া (জাতীয়): নভেল করোনাভাই‌রাসকালেও (কভিড-১৯) সরকার দেশের উন্নয়ন অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৯-২০ অর্থবছরের ২৪তম একনেক সভায় এসব কথা জানান তিনি।

আজ (রোববার) সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) এক সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় করোনাকে একটি বৈশ্বিক সমস্যা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যারা মারা গেছেন তাদের জন্য আমরা শোকাহত।

আর তাই আমাদের দেশের জনগণক যেন সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলে। এ সময় অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সের গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান উপস্থিত ছিলেন।

আর একনেক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে অংশ নেন পরিকল্পনামন্ত্রী।

এবারের সভায় অনুমোদনের জন্য নয়টি প্রকল্প উপস্থাপন করা হয়েছে। দেশের সার্বিক অবস্থা বিবেচনায় রেখেই এই প্রকল্পগুলোর উপস্থাপন করা হয়।