সরাসরি দেখুন, ঘূর্ণিঝড় আম্ফানের বর্তমান অবস্থান !

328

সুপ্রভাত বগুড়া (প্রচ্ছদ): আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সুপার সাইক্লোন আম্ফান আজ (মঙ্গলবার) সকালে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৯০ কিলোমিটার, মংলা থেকে ৭৮৫ ও পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল।

এটি উত্তর উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে কাল ভোররাত থেকে বিকেল বা সন্ধ্যার মধ্যে বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। আবহওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, মূলত বাংলাদেশ ও ভারতের সীমান্তের সুন্দরবন অংশে ঘূর্ণিঝড়টির মূল অংশ আঘাত হানতে পারে।

প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে সাগর বিক্ষুব্ধ হয়ে পড়ায় উপকূলীয় অঞ্চলে বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা, দ্বীপ ও চরগুলোতে জলোচ্ছ্বাস হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ জন্য সরকারের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘূর্ণিঝড় আম্পান এখন কোথায় অবস্থান করছে….

নিচের লিংক থেকে দেখুন সরাসরি :

https://www.windy.com/-Embed-widget-on-page/widgets?24.806,89.314,5

https://www.windy.com/-Embed-widget-on-page/widgets?21.218,90.994,7