সাংবাদিক আতিকুর হাসান সজীবের জে এস কে এফ এর বগুড়া শাখার সদস্য পদ লাভ

সাংবাদিক আতিকুর হাসান সজীবের জে এস কে এফ এর বগুড়া শাখার সদস্য পদ লাভ। ছবি-শিমুল

সুপ্রভাত বগুড়া (শিমুল হাসান(আদমদীঘি), বগুড়া,প্রতিনিধি: জাফলং নিইজ ২৪.কম এবং নিইজ বক্স এর আদমদীঘি প্রতিনিধি সাংবাদিক আতিকুর হাসান সজীব জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন,                 (জে এস কে এফ) ঢাকা সেন্ট্রাল কমিটির সদস্য পদ লাভ করেন।

এ তথ্য গত ৪ ই জুলাই নিশ্চিত করেছেন উক্ত ফাউন্ডেশন এর মহাসচিব এম,এ আবির। পরে সাংবাদিক আতিকুর হাসান সজীবকে বগুড়া জেলা শাখার সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন(জে এস কে এফ) সভাপতি রাজা নয়ন রায় বগুড়া কমিটির সদস্য পদে যোগ করান।

এক প্রসঙ্গে সাংবাদিক আতিকুর হাসান সজীব এই প্রতিবেদকে জানান কমিটির মহাসচিব ও ঢাকা সেন্ট্রাল কমিটির সভাপতি  আমাকে উক্ত ফাউন্ডেশন এর সদস্য পদে যোগদান করায় আমাকে আন্তরিক ” শুভাচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

আর আমি জেন সততা ও নিষ্ঠার সাথে আমি জানি উক্ত ফাউন্ডেশন এর দায়িত্ব ও কর্তব্য পালন করতে পারি।সে জন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here