সান্তাহারে ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

সুপ্রভাত বগুড়া (শিমুল হাসান,আদমদীঘি (বগুড়া): বগুড়ার আদমদীঘিতে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতার জন্য চিকিৎসা সেবা দিতে নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের উদ্যোগে মডার্ণ ফার্মেসীর সহযোগিতায় “ফ্রী মেডিকেল ক্যাম্প” উদ্ধোধন করা হয়েছে। 

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় সান্তাহার পৌর শহর স্টেশন রোডে মডার্ণ হোমিও ফার্মেসীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই “ফ্রী মেডিকেল ক্যাম্প” উদ্ধোধন করেন প্রধান অতিথি হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়।

নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. আব্দুল্লাহ-আল-সাফায়েত শামীমের পরিচালনায়, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হোমিওপ্যাথি বোর্ডের রেজিস্ট্রার সেক্র‍েটারী ডা. জাহাঙ্গীর আলম, সহ রেজিস্ট্রার ডা. অমিত কুমার রায়, হোমিওপ্যাথি বোর্ডের সদস্য ডা. আশিষ শংকর নিয়োগী, ডা. এস এম মিল্লাত হোসেন।

আরও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সিনিয়র প্রভাষক ডা. সেকেন্দার আলী, ডা. সাগর সান্যাল, শহীদ আহসানুল হক ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মাসুদ রানা,সান্তাহার পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আব্দুল কুদ্দুস সহ শিক্ষক প্রতিনিধিসহ চিকিৎসক,

কর্মকর্তা, কর্মচারী,ও পরিচলনা পরিষদে সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে করোনা উপসর্গ জ্বর, মাথা ব্যথা, কাশি, মানুষদের মাঝে ফ্রী ওষুধ ও চিকিৎসা সেবা প্রদান করেন নওগাঁ মেডিকেল অফিসার হোমিওপ্যাথিক কলেজ ও হাসপাতালের চিকিৎসক জাকিয়া সুলতানা, ডা. নুরুজ্জামান, ডা. ওবায়দুল কবির।    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here