সান্তাহারে স্টেশনে অসহায় মানুষদের ইফতার করালেন সাহিদ হোসেন

242

সুপ্রভাত বগুড়া (শিমুল হাসান , আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে শাখার শ্রমিকলীগ সভাপতি রেজাউল হক এর উদ্যোগে করোনা মহামারী কারণে কর্মহীন হওয়া গরীব ও অসহায় মানুষদের ইফতার করালেন তার ছেলে সাহিদ হোসেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় স্টেশন এলাকায় শতাধিক ছিন্নমূল ও দরিদ্র মানুষদের ইফতার করানো হয়েছে। এসময় সহযোগিতা করেন স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম, ছাত্রলীগ নেতা তৌফিকুর রহমান সোহাগ, তানভির রহমান তনু প্রমূখ।

রেলওয়ে শ্রমিক লীগ সভাপতি রেজাউল হক বলেন, করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে এখনো মানুষ ঘরবন্দি হয়ে আছে। যার কারণে কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবী ও নিন্ম মধ্যবৃত্ত শ্রেণীর মানুষ।

সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তি উদ্যোগে যে যেভাবে পারছে অসহায় মানুষদের সহযোগীতার হাত বাড়িয়ে দিচ্ছে।