সান্তাহারে ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার!

318

সুপ্রভাত বগুড়া (শিমুল হাসান আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি): বগুড়ার সান্তাহারে বিশেষ অভিযান চালিয়ে ১০০০ পিচ ইয়াবাসহ মোঃ নাজমুল হক (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বগুড়া ‘খ’ সার্কেলের পরিদর্শক শামসুল আলমের নেতৃত্বে একদল সদস্য।

সেই সাথে একটি মোটর সাইকেল জব্দ করেছে। ধৃত নাজমুল হক চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার বাররশিয়া ইসলামপুর গ্রামের মৃত এমাজ উদ্দিনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বগুড়া ‘খ’ সার্কেলের পরিদর্শক শামসুল আলম বলেন, ধৃত নাজমুল হক মাদক বিক্রয়ের উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে আসতেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৯ টায় পৌঁওতা রেলগেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে ১০০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।