সুপ্রভাত বগুড়া (অন্তর আহম্মেদ নওগাঁ): নওগাঁর সাপাহারে সাপাহারে ৪ কেজি গাঁজা সহ বাবা- মেয়েকে আটক করেছে সাপাহার থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানাগেছে শনিবার সকালে ১০ টার পর সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নে ফজিলাপুর মোড়ে নামক স্থান একটি ভ্যানে করে যাচ্ছিল ওই বাবা-মেয়ে।
গোপন সংবাদের ভিত্তিতে, অফিসার ইনচার্জ আব্দুল হাই এর নেতৃত্বে (এস আই) ইমরান সঙ্গীয় ফোর্স সাথে নিয়ে অভিনব কায়দায় এক অভিযান চালিয়ে আলাউদ্দীন (৪৫) ও তার মেয়ে সামিহা (১৯) কে আটক করে নিয়ে থানায় নিয়ে আসে।
পরে তাঁদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৪কেজি গাঁজা, স্মার্টফোন ১টি, বটন ফোন সহ নগদ অর্থ ১হাজার ৬শ টাকা জব্দ করেছে থানা পুলিশ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের নামে একটি থানায় মামলা হয়েছে।