সারা দেশব্যাপী গ্রামীণফোনের নেটওয়ার্ক বিপর্যয়

88
সারা দেশব্যাপী গ্রামীণফোনের নেটওয়ার্ক বিপর্যয়

দেশের মোবাইল ফোন নেটওয়ার্ক অপারেটর গ্রামীণফোনে নেটওয়ার্ক বিপর্যয় দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে এই বিপর্যয় দেখা যায় বলে জানান গ্রাহকরা।

এ বিষয়ে গ্রামীণফোনের এক কর্মকর্তা  জানান, আজ সকালে হঠাৎ করেই এই অভিযোগ আসে। পরে দেখা যায় গ্রাহকরা নেটওয়ার্ক পাচ্ছেন না।

কেন এই সমস্যা হচ্ছে, সেটা তারা এখনো চিহ্নিত করতে পারেননি। তবে সেটি চিহ্নিত করতে তারা কাজ করছেন।

তিনি আরও বলেন, ‘আমরা ধারণা করছি, একটি নির্দিষ্ট সিরিজের নম্বরের গ্রাহকরা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন।’