
সুপ্রভাত বগুড়া (সামিউল ইসলাম সনি): করোনা ভাইরাসের কারণে কর্মহীন হতদরিদ্র মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে- সারিয়াকান্দি পৌরসভার উদ্যোগে ১’হাজার মানুষের মাঝে ১০ কেজি চাল,
২ কেজি আলু ও ৫ কেজি মিষ্টি কুমড়া বিতরণ করেন, সারিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র আলমগীর শাহী সুমন। আজ বুধবার সকালে পৌরসভার চত্বরে প্রধানমন্ত্রী প্রদত্ত ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।
ত্রান বিতরণ কালে উপস্থিত ছিলেন, পৌর ওয়ার্ডের কাউন্সিলর, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, সারিয়াকান্দি অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশ সহ সাংবাদিক বৃন্দ।
এসময় মেয়র বলেন, সারা বিশ্বব্যাপি করোনা ভাইরাসের সংক্রমণে স্থবির হয়ে পড়েছে, তাই বাংলাদেশেও চরম ঝুঁকির মধ্যে রয়েছে।
বাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে ও সরকারি আইন মেনে চলার জন্য আহ্বান জানান এবং জরুরি কাজছাড়া বাজার বা রাস্তায় অহেতু ঘুরাফেরা না করা ও পরিস্কার পরিচ্ছন্নতা ভাবে থাকার জন্য আহবান করেন তিনি।