সারিয়াকান্দিতে বিভিন্ন কর্মসুচির মাধ্যমে আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

192
সারিয়াকান্দিতে বিভিন্ন কর্মসুচির মাধ্যমে আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার সারিয়াকান্দিতে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । এ উপলক্ষে সকালে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয় ।

র‌্যালি শেষে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ফারাজী,সাবেক সহসভাপতি ছাদত হোসেন, পৌর মেয়র মতিউর রহমান মতি,উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইউনুছ আলী,উপজেলা যুবলীগের সভাপতি আইয়ুব তরফদার,

মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম,শ্রমিকলীগ নেতা সাখাওয়াত হোসেন ছকো,যুব মহিলা লীগ নেত্রী নাইছ,উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহান সাগর প্রমুখ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান ।