সারিয়াকান্দিতে বৃদ্ধাকে যৌনহয়রানির চেষ্টা যুবক গ্রেফতার !

সারিয়াকান্দিতে বৃদ্ধাকে যৌনহয়রানির চেষ্টা যুবক গ্রেফতার ! প্রতিকী-ছবি

সুপ্রভাত বগুড়া (সামিউল ইসলাম সনি): বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ৭৭ বছরের এক বৃদ্ধাকে যৌন হয়রানির চেষ্টা মামলায় আবু হাসান ফকির (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

সে উপজেলার চালুয়াবাড়ী ইউনিয়নের শিমুলতাইড় গ্রামের কোব্বাত আলীর ছেলে। মামলা ও স্থানীয়দের সুত্রে জানা গেছে, বৃদ্ধা মহিলাটি গত শুক্রবার সকাল ৮টার সময় তার বাড়ির নিকট পাট ক্ষেতের আশে পাশে ছাগল খুঁজতে যায়।

এসময় বখাটে ফকির বৃদ্ধা মহিলাকে একা পেয়ে যৌনহয়রানির উদ্দেশে হাত ধরে টেনে পাট ক্ষেতে নিয়ে যাওয়ার চেষ্টা করলে বৃদ্ধার চিৎকারে লোকজন এগিয়ে আসলে ফকির অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায়।

বিষয় টি স্থানীয় ভাবে মিমাংসার জন্য গত বুধবার উভয় পক্ষকে নিয়ে বৈঠক করা হয়েছে। স্থানীয় ভাবে সমাধান না হওয়ায় থানায় মামলা দায়ের করে ঐ বৃদ্ধার পরিবার।

এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) আল আমিন অনলাইন গণমাধ্যমকে বলেন, এক বৃদ্ধাকে যৌনহয়রানির চেষ্টার অভিযোগে বুধবার থানায় মামলা দায়ের হয়েছে। আসামী আবু হাসান ফকিরকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here