স্বচ্ছতা বজায় রাখতে ও হয়রানী লাঘবে গাবতলী নেপালতলীতে ভিজিডি কার্ডধারী ৩০৫ বাড়িতে চাল পৌঁছে দিলেন চেয়ারম্যান

254

সুপ্রভাত বগুড়া (দৌলত): স্বচ্ছতা,সঠিক মাপ বজায় রাখতে ও হয়রানী লাঘবে বগুড়ার গাবতলী নেপালতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এস এম লতিফুল বারী মিন্টু ১৩মে বুধবার ৩০৫ জন দুঃস্থ্যমাতা ভিজিডি কার্ডধারীদের বরাদ্দ জনপ্রতি ৩০(ত্রিশ) কেজি চালের বস্তা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছেন।

এসময় ট্যাগ অফিসার উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফ আলী, ইউপি সচিব আবু জাকারিয়া, ইউপি সদস্য আমজাদ হোসেন মন্ডল, নুরুল ইসলাম উজ্জল, নিলুফা ইয়াসমিনসহ বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।