সুপ্রভাত বগুড়া (চাকুরী-কর্মসংস্থান): স্বচ্ছ প্রক্রিয়ায় ২০ হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের দাবিতে, স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান ধর্মঘট করছে বেকার অ্যান্ড প্রাইভেট সার্ভিসেস মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন।
মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের পাঁচ দাবিতে রোববার (২১ জুন) সকাল ১০টা থেকে এ কর্মসূচি পালন করছেন তারা।
তারা দাবি জানান, বয়স উত্তীর্ণ ২০ হাজার মেডিকেল টেকনোলজিস্টকে নির্বাহী আদেশের মাধ্যমে অবিলম্বে নিয়োগের।
সম্প্রতি ১৮৩ জন মেডিকেল টেকনোলজিস্টের স্থায়ী নিয়োগের সুপারিশ বাতিলের দাবিও জানান তারা।
তারা বলেন, দেশে প্রায় দেড় লাখ টেকনোলজিস্টের প্রয়োজন থাকলেও; আছে মাত্র ৫ হাজার। তাই অবিলম্বে এক হাজার ২শ’ টেকনোলজিস্ট পদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশের আহবান জানান তারা।