
সুপ্রভাত বগুড়া (এ কে দিপংকর, বগুড়া সদর প্রতিনিধি): স্বেচ্ছাসেবী নিবির দাস দীপ্ত র নিজ উদ্যোগে চেলোপাড়া বেলতলা মহাশশ্মানে বৃক্ষ রোপন করা হয়। বৃক্ষ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, শ্রী রতন কুমার সিংহ(চেলোপাড়া বেলতলা মহাশশ্বান কমিটির সাধারণ সম্পাদক) নিতিন চন্দ্র সিংহ (বাবু) (চেলোপাড়া বেলতলা মহাশশ্মান কমিটির কোষাধ্যক্ষ) পরিমল প্রসাদ রাজ,
(বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির সভাপতি) এস আই বেলাল( নারুলী ফাঁড়ী বগুড়া ) সাজেদুর রহমান শিপলু (বিশিষ্ট ব্যাবসায়ী) রাজু আহম্মেদ (বিশিষ্ট ব্যাবসায়ী) উদীয়মান স্বেচ্ছাসেবী হাসিবুল হাসান আরিফ,পলাশ দাস, বাঁধন সিংহ,নয়ন দাস, রিংকু দাস,স্বাক্ষর দাস,দূর্জয় দাস,পুজারী মিরা রানী দাস প্রমুখ।