হটস্পট এখন বগুড়া: এবার বগুড়ায় রেকর্ড করোনা শনাক্ত ৫০ জন !

265

সুপ্রভাত বগুড়া (আকাশ সরকার রাসেল): বগুড়াবাসী সাবধান ! দিন যত গড়াচ্ছে ততোই ভয়াবহ হচ্ছে বগুড়ার করোনা পরিস্থিতি।

আজ বগুড়ায় নতুন করে ৫০ জন করোনায় শনাক্ত হয়েছে। পুরুষ ৩৬ জন ও নারী ১৪ জন। সবাই ১বছর থেকে সর্বোচ্চ ৭৩ বছরের মধ্যে।

এদের মধ্যে সদরের ৩৩ জন, গাবতলী ৮ জন, শাজাহানপুরের ৫ জন, সোনাতলার ২ জন, কাহালু ও নন্দীগ্রামের ১ জন করে।

আজ ৩ শিফটে নমুনা পরিক্ষা হওয়ায় শজিমেক থেকে ২৮৮টা ফলাফল এসে।
এর মধ্যে ১৬৬ (৫০ পজিটিভ) ।

জয়পুরহাটের ৪৮ (১পজিটিভ) সিরাজগঞ্জের ৬৫ (১পজিটিভ) এবং গাইবান্ধার ৩ (সব নেগেটিভ)।

এই নিয়ে জেলায় মোট আক্রান্ত- ২৪০ জন    সুস্থ- ১৮ জন, মৃত- ১জন এখন আছে-
২২১ জন। সূত্র ডাঃ মোস্তাফিজুর রহমন তুহিন ডিপুটি সিভিল সার্জন, বগুড়া।

বিঃদ্রঃ আজ অনেক আক্রান্ত হওয়ায় কারো পূর্ণ ঠিকানা জানা সম্ভব হয়নি।

তবে আজ বগুড়ার আক্রান্ত ৫০জনের মধ্যে চেলোপাড়া নাটাইপাড়া, চাষীবাজার, মালতীনগর, চকসূত্রাপুর, ঠনঠনিয়া, মালগ্রাম, দত্তবাড়ি, কাটনারপাড়া, বৃন্দাবনপাড়া, নামাজগড়, বৌবাজার, ফকিরপাড়া, বনানী, গণ্ডগ্রাম, জোড়গাছা, নামুজা, গোলাবাড়ি, ফরিদপুর, মহিষাবান, সোনাকানিয়া, হাজীপাড়া এলাকা রয়েছে।